ছাগশিশুকে স্তন্যপান করাচ্ছে পথকুকুর
মায়ের স্নেহে ছাগশিশুকে স্তন্যপান করাচ্ছে একটি পথকুকুর। ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের খাঁড়জুলি গ্ৰাম। অসম্ভবকে সম্ভব করে তুলেছে ওই গ্রামেরই তহসিন নামে বছর সাতেকের এক বালক।
তহসিনের পাড়াতেই থাকে পথকুকুরটি। ওর সঙ্গে খেলাধুলো করে তহসিনের বেড়ে ওঠা। কুকুরটির একটি নামও দিয়েছে সে— ‘টাইগার’। টাইগার রোজ দুপুরেই তহসিনের বাড়িতে খেতে আসে। তহসিন খেতে দেয়। এই ভাবেই চলছিল। গত কয়েক দিন ধরেই একটি ছাগশিশুকে স্তন্যপান করাচ্ছে ‘টাইগার’।
স্বাভাবিক ভাবেই এমন দৃশ্য দেখতে অভ্যস্ত নন স্থানীয়রা। তহসিন জানায়, দিন সাতেক আগে ওর পাশের বাড়িতে একটি ছাগল সন্তান প্রসব করেছে। মা ছাগলটির স্তনে দুধ না আসায় এক রকম অভুক্ত অবস্থায় পড়ে ছিল ছাগশিশুটি। ওই দৃশ্য দেখে সে নিজেই ওই ছাগশিশুটিকে টাইগারের দুধ খাওয়ানো শুরু করে।
এই ঘটনার কথা শুনে ভাতার প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ঊষা দে বলেন, ‘‘এটা ব্যতিক্রমী ঘটনা। সচরাচর দেখা যায় না। খোঁজ নিয়ে দেখব।’’