Asansol

আসানসোলে নিজের চেম্বার থেকে উদ্ধার চিকিৎসকের পচাগলা ঝুলন্ত দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

আসানসোলের রানিগঞ্জ থানার রোনাই এলাকায় হোমিপ্যাথি চিকিৎসক ছিলেন লালমোহন। পসার ভালই ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে তাঁর চেম্বার বন্ধ ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২২:৫৭
Share:

মৃত চিকিৎসক লালমোহন খাঁ। —নিজস্ব চিত্র।

বিগত কয়েক দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না লালমোহন খাঁ নামে আসানসোলের এক চিকিৎসককে। চেম্বারও বন্ধ ছিল। রোগীরাও এসে ফিরে গিয়েছেন। শুক্রবার সেই চেম্বারের মধ্যে থেকে দুর্গন্ধ বার হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। দরজা ভেঙে লালমোহনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের রানিগঞ্জ থানার রোনাই এলাকায় হোমিপ্যাথি চিকিৎসক ছিলেন লালমোহন। পসার ভালই ছিল। সকাল-বিকেল রোগীর ভিড় লেগে থাকত তাঁর চেম্বারের বাইরে। কিন্তু গত কয়েক দিন ধরে তাঁর চেম্বার বন্ধ ছিল। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের। শুক্রবার চেম্বারের বাইরে থেকে পচা গন্ধ বার হওয়ায় এলাকাবাসীরা খবর দেন পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পুলিশ। দরজা ভেঙে চেম্বারের ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং থেকে ঝুলছে লালমোহনের দেহ। দুর্গন্ধ বার হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, নিজের চেম্বারেই ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসকের বাড়ি রানিগঞ্জের রাজ পাড়ায়। তবে যদি তিনি আত্মহত্যা করেই থাকেন, তবে তা নিয়ে ধন্দে পুলিশ। আসানসোলের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement