ভরদুপুরে বোমাবাজি কাটোয়ায়

ভোট মেটার দু’দিন পরেও লাগাতার গোলমালের ঘটনা ঘটে চলেছে বর্ধমানে। কোথাও পুলিশের গাড়ির সামনেই বোমাবাজি, কোথাও বা বিরোধী দলের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০১:১৮
Share:

নর্দমায় পড়ে বোমা। নিজস্ব চিত্র।

ভোট মেটার দু’দিন পরেও লাগাতার গোলমালের ঘটনা ঘটে চলেছে বর্ধমানে। কোথাও পুলিশের গাড়ির সামনেই বোমাবাজি, কোথাও বা বিরোধী দলের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

Advertisement

শনিবার দুপুর আড়াইটে নাগাদ কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকায় বোমাবাজি শুরু হয়। স্থানীয় বাসিন্দা আনসুরা বিবি, জেইমা বিবিরা অভিযোগ করেন, আচমকা জনা দশেক দুষ্কৃতী পাঁচটি মোটরবাইকে চড়ে এলাকায় ঢোকে। তার পরেই বোমাবাজি শুরু হয়। দুষ্কৃতীদের মুখ কালো কাপড়ে বাঁধা থাকায় কাউকে চেনা যায়নি বলে জানান বাসিন্দারা। এলাকাবাসীর একাংশের অনুমান, এই ঘটনার পিছনে হাত থাকতে পারে মাদক পাচারকারীদের। ঘটনার খানিক পরেও দেখা যায়, এলাকায় না ফাটা দু’টি বোমা পড়ে রয়েছে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে পুলিশ।

এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কাটোয়া থানার পুলিশের দাবি, তাদের গাড়ি লক্ষ করেও ৩টি বোমা ও এক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃীতারা।

Advertisement

কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘পুলিশের গাড়িতে বোমা ছোড়া হয়েছে। তার জেরে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।’’ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জঙ্গল শেখের দাবি, ‘‘ভোটের পরে এলাকার দখল নেওয়ার চেষ্টা চালাতেই সন্ত্রাস চালাচ্ছে মাদক পাচারকারীরা।’’ তবে গোটা ঘটনায় এলাকা দখলের রাজনীতির ছায়াও খুঁজে পাচ্ছেন রাজনৈতিক নেতাদের একাংশ। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement