Dead body recovered

হাসপাতালের শৌচালয়ে রোগীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে

ফিসচুলার অস্ত্রপচারের জন্য গত ১৪ মার্চ দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা সীতারামকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৫:১৯
Share:

প্রতীকী ছবি।

হাসপাতালের শৌচালয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সীতারাম সাউ (৫০)। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।

Advertisement

ফিসচুলার অস্ত্রপচারের জন্য গত ১৪ মার্চ দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা সীতারামকে হাসপাতালে ভর্তি করানো হয়। সার্জিক্যাল বিভাগে ভর্তি ছিলেন প্রৌঢ়। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ দেখা যায়, সীতারাম নিজের শয্যায় নেই। এর পরেই খোঁজাখুঁজি শুরু হয়। কিছু ক্ষণ পরেই সার্জিক্যাল বিভাগের শৌচালয় থেকে উদ্ধার হয় সীতারামের ঝুলন্ত দেহ। তড়িঘড়ি তাঁকে সিসিইউ-তে ভর্তি করানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার প্রেক্ষিতে এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘‘আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement