Fraudulent

Human Rights commission: মানবাধিকার কমিশনের ‘ভুয়ো’ সদস্য সন্দেহে কালনায় আটক ৩

শুক্রবার দুপুরে  কালনার ডাঙাপাড়া এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়ায় সাদা রঙের দামি একটি গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০২:১০
Share:

এই গাড়িটি এবং তিন আরোহীকে আটক করেছে পুলিশ। নিজস্ব চিত্র।

রাজ্য পুলিশের জালে ইতিমধ্যেই ধরা পড়েছে ভুয়ো সিবিআই,আইপিএস অফিসার এবং আইনজীবী। এ বার জাতীয় মানবাধিকার কমিশনের ’ভুয়ো’ সদস্য সন্দেহে পূর্ব বর্ধমানের কালনা থেকে তিন জনকে আটক করল পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের প্লেট লাগানো একটি গাড়িকেও আটক করেছে তারা। ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা করছে কালনা থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে কালনার ডাঙাপাড়া এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়ায় সাদা রঙের দামি একটি গাড়ি। ওই গাড়ি থেকে তিন জন নেমে হোটেলে ঢোকেন। স্থানীয় কয়েক জন লক্ষ্য করেন গাড়িটির সামনে নীল এবং লালচে রঙের একটি প্লেট লাগানো রয়েছে। সেই প্লেটে লেখা রয়েছে ‘ন্যাশনাল সেক্রেটারি ইউথ সেল, ন্যাশানাল হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ব্যুরো ইন্ডিয়া’। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। এর পরই কালনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তার পরই ওই গাড়ি-সহ তিন জনকে আটক করে নিয়ে যায়।

Advertisement

কালনার এসডিপিও সপ্তর্ষী ভট্টাচার্য বলেন, “একটি গাড়ি-সহ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement