Kalna

মাটি কারবার ফের চালু, ধৃত তিন কালনায়

পুলিশের দাবি, বেহুলা নদীর আশপাশ থেকে যন্ত্রে বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে বলে সম্প্রতি খবর আসে। এর পরেই অভিযান চালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ০৮:১৮
Share:

পূর্ণলক্ষ্মীতলায় এই পুকুর নিয়েই অভিযোগ উঠেছে। নিজস্ব চিত্র

বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে কালনা ২ ব্লকের ওমরপুরে বেহুলা নদীর কাছ থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের মাটি মাফিয়ারা নানা জায়গায় কারবার শুরু করেছে বলে অভিযোগ। এ দিনই নদিয়ার চাকদহে স্থানীয় মানুষজন মাটি মাফিয়াদের গাড়ি আটকানোয় গুলি চলার অভিযোগ উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওমরপুরে কৃষ্ণ মান্ডি, শ্রীকান্ত কিস্কু ও তারাপদ বাউরি নামে তিন জনকে গ্রেফতার করা ছাড়াও, আটক করা হয়েছে একটি মাটি কাটার যন্ত্র ও তিনটি ট্রাক্টর। তারাপদ বাঁকুড়ার এবং বাকি দু’জন কালনা ২ ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের সোমবার কালনা আদালতে তোলা হয়। অভিযুক্তদের আইনজীবী কৌশিক গণ জানান, আগামী সোমবার পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশের দাবি, বেহুলা নদীর আশপাশ থেকে যন্ত্রে বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে বলে সম্প্রতি খবর আসে। এর পরেই অভিযান চালানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানান, কালনা থানার পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। প্রয়োজনে ফের অভিযান চালানো হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে কালনা ২ ব্লকের সাতগাছিয়ায় ট্রাক্টরে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়। বিক্ষোভ দেখান এলাকাবাসী। তার পরে ওই এলাকায় বেআইনি মাটির কারবার কার্যত বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি ফের কারবারিদের দাপাদাপি শুরু হয়েছে বলে অভিযোগ। বাসিন্দাদের অনেকেরই দাবি, গভীর রাত পর্যন্ত এলাকায় যাতায়াত করছে প্রচুর ট্রাক্টর-সহ নানা গাড়ি। অনবরত গাড়ি চলাচলে ঘুম উড়েছে এলাকাবাসীর।

Advertisement

আরও অভিযোগ, মাটি ও জমি কারবারের সঙ্গে জড়িতেরা অবৈধ ভাবে পুকুর বোজানোর কাজেও নেমেছে। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। সাতগাছিয়া পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি নির্মল সরকারের অভিযোগ, ‘‘এলাকায় পুকুর ভরাট, খাস জমি দখল করার মতো নানা কারবার চলছিল। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে তদন্তের জন্য এলাকায় একটি প্রতিনিধি দল আসে। শাসক দলের প্রতিনিধি হিসেবে সরকারি প্রতিনিধিদের এলাকাটি দেখিয়ে দেওয়া হয়েছিল। সে জন্য কারবারের সঙ্গে জড়িত কয়েক জন আমাকে হুমকি দেয়। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।’’

কালনা ২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবব্রত দাস বলেন, ‘‘শ্বাসপুর পূর্ণলক্ষ্মীতলায় পুকুর বোজানোর অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। মাটির বেআইনি কারবারের কথা জানলেই ব্যবস্থা নেওয়া হবে।’’ দল কোনও বেআইনি কারবার সমর্থন করে না বলে দাবি করে কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘বেআইনি কারবার নজরে এলে প্রশাসনব্যবস্থা নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement