arrest

পরিত্যক্ত কারখানা থেকে লোহা চুরি! বর্ধমানে গ্রেফতার ২

পুলিশ জানিয়েছে, ররিবার ভোররাতে ফাগুপুর পার্কিংয়ের কাছে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক একজনের সঙ্গে চাপা স্বরে কথা বলছিলেন। তা দেখে পুলিশের সন্দেহ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ২৩:০৩
Share:

প্রতীকী ছবি।

পরিত্যক্ত কারখানা থেকে লোহা চুরির ঘটনায় এক ট্রাক চালক-সহ দু’জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম রামায়ণ কুমার ও রমজান শেখ। বিহারের বৈশালী জেলার মালগঞ্জ থানার সারারিয়ায় রামায়ণের বাড়ি। অন্য জনের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ররিবার ভোররাতে ফাগুপুর পার্কিংয়ের কাছে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক একজনের সঙ্গে চাপা স্বরে কথা বলছিলেন। তা দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ দু’জনকে আটকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গলসির একটি পরিত্যক্ত কারখানা থেকে রামায়ণ চোরাই লোহা ট্রাকে করে নিয়ে এসে তা রমজানকে বিক্রি করার চেষ্টা করছেন। লোহার বৈধ কোনও কাগজপত্র রামায়ণ দেখাতে পারেনি বলেও পুলিশের দাবি। ট্রাক থেকে ২৪ পিস লোহার বার ও তিন পিস পাইপ উদ্ধার হয়। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে।

সাব ইন্সপেক্টর সোমনাথ নস্করের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। রামায়ণ দীর্ঘদিন ধরে চোরাই লোহা কেনাবেচায় জড়িত বলে দাবি পুলিশের। ধৃতদের রবিবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। আরও চোরাই লোহা উদ্ধার করতে এবং কারবারে জড়িত বাকিদের হদিস পেতে রামায়ণকে ৮ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। তাঁকে চার দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৩ মার্চ রমজানকে আবার আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement