তৃণমূলের নতুন আসানসোল জেলা কমিটি ঘোষণা হল মঙ্গলবার। কমিটিতে এ বার জায়গা পেয়েছেন ২১ জন সদস্য। নতুন কমিটির সভাপতি হয়েছেন ভি শিবদাসন। এ দিন সদস্যদের নাম ঘোষণার পরে তিনি জানান, সর্বসম্মতিতে রাজ্য নেতৃত্ব এই কমিটি অনুমোদন করেছেন। এ বারের কমিটিতে বেশির ভাগই নতুন মুখ। তুলনায় তরুণদের বেশি করে জায়গা দেওয়া হয়েছে বলে শিবদাসন জানান।
দল সুত্রে জানা গিয়েছে, ২১ জন সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণার পাশাপাশি ১২ জনের একটি কোর কমিটিও তৈরি করা হয়েছে। তাতে তুলনায় অভিজ্ঞ ও প্রবীণদের রাখা হয়েছে। আসানসোল লোকসভা এলাকায় দলের পাঁচ বিধায়ককে কোর কমিটির বিশেষ সদস্য হিসেবে রাখা হয়েছে। শিবদাসন জানান, গত বিধানসভা ভোটে জামুড়িয়ায় দলের হারের কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্ব সেখানকার দুই ব্লক সভাপতিকে সরিয়ে দিয়েছেন। জামুড়িয়া ১ ব্লকে সাধন রায় ও ২ ব্লকে মুকুল বন্দ্যোপাধ্যায় নতুন সভাপতি হয়েছেন। এ ছাড়া বারাবনি ও সালানপুর ব্লকের জন্য আলাদা দু’জন ব্লক সভাপতি বাছা হয়েছে। অন্য ব্লকগুলিতে পুরনোদেরই সভাপতি পদে বহাল করা হয়েছে। এ দিন নতুন কমিটি ঘোষণার পরে ভি শিবদাসন বলেন, ‘‘রাজ্য নেতাদের নির্দেশেই এই কমিটি ঘোষণা করেছি। দলকে আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ ভাবে চালানোই নতুন কমিটির লক্ষ্য।’’
তৃণমূলের একটি সূত্রের দাবি, শিল্পাঞ্চলে আইএনটিটিইউসি-র কাজকর্মে রাজ্য স্তরের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। সংগঠনের মধ্যে শৃঙ্খলার অভাবই দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ওই সূত্রের দাবি। সম্প্রতি আসানসোল বাসস্ট্যান্ড নিয়ে সংগঠনের দুই নেতা যে ভাবে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন রাজ্য নেতারা। এ দিন ভি শিবদাসন জানান, ‘‘এক সপ্তাহের মধ্যে গণ সংগঠনগুলির নতুন জেলা সভাপতি ও কমিটি ঘোষণা করা হবে। আইএনটিটিইউসি-র নতুন জেলা কমিটি বা সভাপতির নাম ঘোষণার আগে দলের জেলা সভাপতির মত নিতে নির্দেশ দিয়েছেন উচ্চ স্তরের নেতারা, জানান শিবদাসন।