Kolaghat Thermal Power Plant

দিবাকরের জামিনের আর্জি নাকচ, শনিবার সভা তৃণমূলের 

রুদ্রনীলের দাবি, আধিকারিককে মারধর নিয়ে কোলাঘাট থানায় দিবাকরের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, তা নিয়ে থানায় পাল্টা অভিযোগ জানিয়েছিলেন দিবাকর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০১:০০
Share:

দিবাকর জানা। —ফাইল চিত্র

থানায় আত্মসমপর্ণের করার দু’দিন পরে আদালতে জামিনের আবেদন করলেন তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া নেতা দিবাকর জানা।

Advertisement

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা তথা শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকরের বিরুদ্ধে। কয়েকদিন পলাতক থাকার পরে রবিবারই তিনি তমলুক থানায় আত্মসমপর্ণ করেছেন। সোমবার দিবাকরকে তমলুক আদালতে তোলা হয়। সে দিন তাঁর আইনজীবী জামিনের আবেদন করেননি। বিচারক দিবাকরের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। এর পরে মঙ্গলবারই আদালতে জামিনের আবেদন জানান দিবাকরের আইনজীবী রুদ্রনীল বেরা। যদিও শুনানির পর বিচারক সেই আবেদন নাকচ করে দেন।

এ ব্যাপারে দিবাকরের আইনজাবী রুদ্রনীল বলেন, ‘‘এ দিন দিবাকরকে আদালতে হাজির করানো হয়নি। তবে আমরা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সিদ্ধার্থ ঘোষের শারীরিক অবস্থার মেডিক্যাল রিপোর্ট জমা দিয়ে জামিনের আর্জি জানানো হয়েছে।’’ রুদ্রনীলের দাবি, আধিকারিককে মারধর নিয়ে কোলাঘাট থানায় দিবাকরের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, তা নিয়ে থানায় পাল্টা অভিযোগ জানিয়েছিলেন দিবাকর। কিন্তু তাতে কোনও মামলা দায়ের করেনি পুলিশ।

Advertisement

সরকারি আইনজীবী সফিউল আলি খান বলেন, ‘‘বিচারক দিবাকরের জামিনের আবেদন খারিজ করেছেন। ওই মামলায় ১৪ ফেব্রুয়ারি কেস ডায়েরি জমা দেওয়ার দিন দার্য হয়েছে। পাশাপাশি, ওই মামলার অন্য ধৃত গৌরহরি মাজির টিআই প্যারেড হবে ১৩ ফেব্রুয়ারি।’’

এ দিকে, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকা দিবাকর এবং শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে সেলিম আলিকে দল থেকে সাসপেন্ড করার পর ব্লক তৃণমূলের সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ, দীর্ঘ কয়েক বছর ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি, শহিদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূলের রাশ ছিল দিবাকরের হাতে। গত শুক্রবার ব্লক তৃণমূলের জরুরি বৈঠক করা হয়। আগামী শনিবার শহিদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়ি বাজারের নজরুল মঞ্চে তৃণমূলের ব্লক কমিটির বর্ধিত সভা ডাকা হয়েছে।

দলীয় সূত্রের খবর, ব্লক তৃণমূলের বর্ধিত সভায় থাকবেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দিবাকরের ঘনিষ্ঠদের বাদ দিয়ে দলের সমস্ত স্থানীয় নেতা-কর্মীদের ডাকা হচ্ছে সেখানে। ওই বৈঠকেই ব্লকে দলের সাংগঠনিক দ্বায়িত্ব বণ্টন সহ পরবর্তী কর্মসূচির কথা জানানোর সম্ভবনা রয়েছে ।

ব্লক তৃণমূলের আহ্বায়ক শরৎ মেট্যা বলেন, ‘‘দলের জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী শনিবার ব্লক কমিটির বর্ধিত সভা ডাকা হয়েছে । সভায় শুভেন্দু অধিকারী থাকবেন। ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশিকা অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি পালন করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement