সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত মনোজ নাগেলের জামিনের শুনানি হবে শ্রীরামপুর আদালতে। আজ, মঙ্গলবার আদালতের প্রথম জেলা ও দায়রা বিচারক রাজা চট্টোপাধ্যায়ের এজলাসে ওই শুনানি হওয়ার কথা। সারদার অন্যতম ডিরেক্টর মনোজ ২০১৩ সালের ১৯ এপ্রিল গ্রেফতার হন। মোট ৪৪টি মামলায় তাঁর নাম ছিল। ৪৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন। শুধু শ্রীরামপুর থানার একটি মামলাতেই (নম্বর ১৫২/১৩) তিনি জেল খাটছেন। মনোজের ভাই বনোজ নাগেলের বক্তব্য, ‘‘একই ধারা থাকা সত্ত্বেও অন্য মামলায় দাদার জামিন হয়েছে। অথচ এই মামলায় বার বার জামিন নাকচ হয়ে যাচ্ছে।’’ গত ৮ জুন শ্রীরামপুর আদালতে এসে জামিন না পেলে আত্মহত্যার হুমকি দেন মনোজ।