Babul Supriyo

Babul Supriyo: তৃণমূলের প্রচারেও সিনেমার সংলাপ বলেছিলেন মিঠুন, তখন কেন অভিযোগ হয়নি? প্রশ্ন বাবুলের

তৃণমূল অভিযোগ করে, মাঠে-ঘাটে মিঠুনের এই সংলাপ হিংসায় উস্কানি দিয়েছে। এই মামলা আদালতে ওঠে। হাই কোর্টে মামলা খারিজের আবেদনও জানান মিঠুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২২:২৪
Share:

ফাইল ছবি

ভোটের প্রচারে বলা সংলাপ নিয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রাজ্য সরকার। সেই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা রাজ্যকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সোমবার সকালে করা একটি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, ‘মঞ্চে আমি মিঠুনদার পাশেই ছিলাম যখন 'মানুষের ডিমান্ড ও অনুরোধে' উনি ওঁর ছবির বিখ্যাত ডায়ালগ-গুলি বলেছেন।’ পাশাপাশি বাবুলের বক্তব্য, আগে যখন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন মিঠুন, তখনও তিনি এই সংলাপ ব্যবহার করেছিলেন।

Advertisement

‘জাত গোখরো’র সংলাপ যেমন বলেছিলেন মিঠুন, তেমনই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র হয়ে প্রচারে রাজ্যের একাধিক জায়গায় তিনি সভামঞ্চ থেকে বিভিন্ন সিনেমার সংলাপ বলেছিলেন। তার মধ্যে রয়েছে তাঁর বিখ্যাত ছবি ‘এমএলএ ফাটাকেষ্ট’র, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’ সেই সংলাপ নিয়ে পরবর্তীতে অভিযোগ করে তৃণমূল।

Advertisement

মিঠুনের বিরুদ্ধে মামলা করে ঘাসফুল শিবির। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলা বিজেপি-র যুক্তি খণ্ডন করে তৃণমূল অভিযোগ করে, মাঠে-ঘাটে মিঠুনের এই সংলাপ হিংসায় উস্কানি দিয়েছে। মামলা আদালতে ওঠে। হাই কোর্টে মামলা খারিজের আবেদনও জানান মিঠুন। কিন্তু আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। বাবুল মনে করছেন, যে দলেরই হোন, মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব।

এ ছাড়াও বাবুল অভিযোগ করে লিখেছেন, ‘যত দূর মনে আছে, গত বার মুকুল রায়ের সঙ্গে ঘুরে ঘুরে তৃণমূলের প্রত্যেকটি নির্বাচনী সভায় এগুলি বলতেন উনি! তখন কেন এফআইআর করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? এ বার উনি বিজেপি-র হয়ে প্রচার করেছেন, এটাই কি ওঁর অপরাধ?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement