সিদ্দিকুল্লা চৌধুরী। ফাইল চিত্র।
বাবরি ধ্বংসের মামলায় লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী থেকে শুরু করে বিজেপি ও আরএসএসের নেতারা বেকসুর ঘোষিত হওয়ার ঘটনাকে ‘হতাশাজনক’ আখ্যা দিল রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। তাদের মতে, এর ফলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং তার পরিণতিতে নানা ঘটনা ঘটতে পারে। জমিয়তের রাজ্য সভাপতি এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বুধবার বলেন, ‘‘প্রকাশ্যেই আডবাণী বাবরি ধ্বংস এবং রামমন্দির বানানো নিয়ে কী বলেছিলেন, তা সকলেরই মনে আছে। তার পরেও আদালতে কারও দোষ প্রমাণিত হল না, এই ঘটনা আশ্চর্যের এবং হতাশাজনক। এ দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা এর ফলে ধাক্কা খাবে। তার জেরে নানা রকম ঘটনাই ঘটতে পারে।’’ তবে হতাশা বা ক্ষোভের বশে কেউই যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটান, সেই আবেদনও জানিয়েছেন সিদ্দিকুল্লা।