সাহিত্যিক সমরেশ মজুমদার। ফাইল ছবি
শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার। আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। শ্বাসকষ্টের জন্য দরকারে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে। প্রয়োজন পড়ছে অক্সিজেনেরও। সে ক্ষেত্রে মিনিটে ৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শনিবার নতুন করে অবস্থার কোনও অবনতি হয়নি। লেখক স্থিতীশীল রয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসক।
৭৯ বছরের বয়স হয়েছে সাহিত্যিক সমরেশের। পরিবার সূত্রে খবর, শুক্রবার শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসনালীতে সংক্রমণ এবং ফুসফুসের সমস্যা রয়েছে তাঁর। তার জেরেই শ্বাসকষ্ট হয়। সংক্রমণের গতিপ্রকৃতি বুঝতে একাধিক পরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা। তাতে এখনও পর্যন্ত কোনও অবনতি দেখা যায়নি। সাহিত্যিক করোনা আক্রান্ত কি না, দেখতে পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।