Mamata Banerjee

Mamata Banerjee: বাংলা কখনও ত্রিপুরা হবে না, মত মমতার

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘আপনাদের জিজ্ঞেস করছি, ভোটের পরে ক’টা হিংসা দেখেছেন? তৃণমূলকে ক’টা বিজয় মিছিল করতে দেখেছেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ০৭:৩৯
Share:

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বাংলাই এক দিন সারা পৃথিবীতে এক নম্বর হবে। ফাইল চিত্র।

ত্রিপুরা ও উত্তরপ্রদেশের অশান্তির প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, বাংলা কখনও ত্রিপুরা হবে না।

Advertisement

কয়েক দিন আগেই ত্রিপুরায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপরে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির সেই রাজ্যের শাসক বিজেপির দিকে। শিলিগুড়িতে রবিবার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ওই ঘটনার প্রসঙ্গ এনে মমতা বলেন, ‘‘বাংলা কোনও দিন ত্রিপুরা হবে না। সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবকে মেয়েকে মাথায় মেরেছে। নবীন বলে একটি ছেলে, তাকে মাথায় মেরেছে। ত্রিপুরা থেকে কলকাতায় পিজি-তে এনে ভর্তি করতে হল তাকে। ওখানে হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না। তারা আবার মানবাধিকারের কথা বলে!’’ মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘‘আপনাদের জিজ্ঞেস করছি, ভোটের পরে ক’টা হিংসা দেখেছেন? তৃণমূলকে ক’টা বিজয় মিছিল করতে দেখেছেন? অথচ বিজেপি এই নিয়ে রোজ বলছে। এ দিকে উত্তরপ্রদেশে লোকে ঢুকতেই পারে না! চ্যারিটি বিগিনস অ্যাট হোম!’’

বাংলায় দুর্গাপুজোর মতো বড় উৎসব যে শান্তিপূর্ণ ভাবে মিটেছে, তার উল্লেখও এ দিন করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘দুর্গাপুজো পৃথিবীর সেরা উৎসব। এই শান্তি কোথায় পাবেন? এ কিন্তু শ্মশানের শান্তি নয়! ভালবাসার, শান্তি-মৈত্রীর শান্তি।’’

Advertisement

হিংসার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা মনে করিয়ে দিয়েছেন, বাংলায় ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে রাজ্য সরকার গুরুত্ব দেয়নি এবং তার পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। শমীকের মন্তব্য, ‘‘তৃণমূলকে পথ দেখাবে মাহামান্য আদালত। যেমন, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্ত ও সিট গঠনের নির্দেশ দিয়ে তৃণমূলকে হাইকোর্ট পথ দেখিয়েছে।’’

মুখ্যমন্ত্রী এ দিন আরও দাবি করেছেন, বাংলাই এক দিন সারা পৃথিবীতে এক নম্বর হবে। মমতার বক্তব্য, ‘‘এটা আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস। আমরা করেই ছাড়ব। এরই মধ্যে আমাদের ডালিতে অনেক পুরস্কার এসেছে। আরও আসবে। বাংলাই মডেল। বাংলাই মেডেল। মা-বোনেরা ঘরে ঘরে সোনা ফলাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement