আক্রান্ত হলেন বাম কর্মী-সমর্থকরা। বুধবার পশ্চিম মেদিনীপুরের পাকুড়সিনির ঘটনা। গুরুতর আহত সিপিএমের জোনাল সম্পাদক-সহ ছ’জন মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন। জানা গিয়েছে সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার ব্লক শাখার সদস্যরা মিছিল করে প়ঞ্চায়েতের দিকে এগোচ্ছিলেন। অভিযোগ সে সময় সশস্ত্র হামলা চালায় একদল দুষ্কৃতী। সিপিএম জেলা কমিটির সদস্য ভাস্কর দত্ত বলেন, ‘‘আমাদের মিছিলের উপর হামলা চালায় তৃণমূল।’’ তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, ‘‘সিপিএম গণ্ডগোল পাকাতে পঞ্চায়েতে যাচ্ছিল।’’ কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। এ দিকে, ছাত্র সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হলেন এসএফআইয়ের এক সমর্থক। বুধবার রাতে মালদহের কালিয়াচক কলেজ চত্বরের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরেই এসএফআই ও টিএমসিপি-র মধ্যে গোলমাল বাধে। বোমা-গুলি চলে। রাত ৮টার পর প্রায় আধ ঘণ্টা বোমাবাজির জেরে থমকে যায় যান চলাচল।