বর্ষাতেও পিছু ছাড়ছে না বজ্রপাত। ফাইল চিত্র
মুহুর্মুহু বজ্রপাত। ঝোড়ো হাওয়া। সঙ্গে তুমুল বৃষ্টি। এ যেন ভরা বর্ষায় প্রাক-বর্ষার আবহাওয়া! যা দেখে আবহবিদদের একাংশের মধ্যে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে, তবে কি চরিত্র পাল্টাচ্ছে বর্ষা? না হলে ভরা বর্ষায় ঘনঘন বজ্রপাত কিছুটা অস্বাভাবিকই। গত দু’তিন দিনের আবহাওয়া দেখে মনে হয়েছে, বর্ষা সবে শুরু হল! অথচ ক্যালেন্ডার বলছে, রবিবার থেকে শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র শুরু হয়েছে!
আবহবিদদের একাংশের মতে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত বর্ষার আগমনের লক্ষণ। বর্ষা আসার আগেই সাধারণত ঘন ঘন বাজ পড়ে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। ওই আবহাওয়াই বর্ষার আগমন বার্তা ঘোষণা করে। চলতি বছর জুন মাসে বর্ষা ঢুকে গেলেও এত দিন সে ভাবে বড় বৃষ্টি দেখা যায়নি। বরং বর্ষার ঘাটতি ক্রমেই বেড়েছে। গত আষাঢ়ে ৭১ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। এক আবহবিদের কথায়, ‘‘গত তিন দিনের বৃষ্টি দেখে মনে হচ্ছে, বর্ষা সবে শুরু হল। অথচ শ্রাবণ শেষ হয়ে নতুন মাস শুরু হয়েছে!’’ আরও এক আবহবিদ বলছেন, ‘‘বর্ষার নিজস্ব ছন্দে পরিবর্তন এসেছে বলেই অনুমান। না হলে এত দেরি করে ভারী বর্ষণ হওয়া একটু অস্বাভাবিকই।’’
শুধু তো বর্ষণ নয়, সঙ্গে যে বজ্রপাতের বিষয়টিও রয়েছে, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন আবহবিদদের একাংশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাটমস্ফেরিক সায়েন্সেস বিভাগের শিক্ষক সুব্রতকুমার মিদ্যা বলেন, ‘‘ভরা বর্ষায় এত ঘনঘন বাজ পড়াটা মোটেও স্বাভাবিক নয়। মনে হচ্ছে, যেন প্রাক-বর্ষা চলছে বা বর্ষা সবে শুরু হয়েছে। তার মানে, বর্ষা আরও বেশি দিন থাকবে। তবে বর্ষার স্বাভাবিক ছন্দে পরিবর্তন ঘটছে কি না, সেটা গবেষণাসাপেক্ষ।’’ আবহবিদদের একাংশের বক্তব্য, যে হারে গাছ কাটা চলছে বা দূষণ বেড়েছে, স্বাভাবিক ভাবেই তার কোপ পড়েছে বর্ষার উপরে। তাতে যদি স্বাভাবিক ছন্দ এলোমেলো হয়ে থাকে, সেটা অস্বাভাবিক নয়। এমনিতে জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা বিশ্বেই আলোচনা শুরু হয়েছে। যে কারণে বিশ্ব জুড়ে অনেক প্রাকৃতিক ঘটনা ঘটছে, যা আগে ঘটেনি। বর্ষার নিজস্ব জীবনপ্রবাহেও তার ‘ছাপ’ পড়েছে বলে মনে করছেন তাঁরা।
অনেকে অবশ্য এ-ও বলছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা এমনিতেই ঊর্ধ্বমুখী থাকে। তখন হঠাৎ বৃষ্টি হলে তার সঙ্গে বজ্রপাত হওয়া অস্বাভাবিক নয়। পাশাপাশি, বজ্রপাতের ক্ষেত্রে মেঘের উচ্চতা, ঘনত্ব-সহ অন্য বিষয়গুলিও নির্ভর করে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাসের কথায়, ‘‘অনেক দিন পরে যদি বৃষ্টি হয়, তখন শুরুর দিকে বজ্রপাত হওয়া অস্বাভাবিক নয়। তা ছাড়া কোনও কোনও সময়ে ভারী বৃষ্টি হলে সঙ্গে বাজও পড়ে। ফলে বর্ষার চরিত্র পাল্টেছে কি না, এখনই বলা যাবে না।’’