Koustav Bagchi

স্বাধিকার ভঙ্গে কৌস্তভকে নোটিস

প্রসঙ্গত, ২০২২-এও সংবাদমাধ্যমে করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন নির্মলই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ০৭:২০
Share:

কৌস্তভ বাগচী। —ফাইল চিত্র।

বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচীকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠিয়ে ডেকে পাঠাল বিধানসভার সচিবালয়। তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের আনা স্বাধিকার ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ওই নোটিস পাঠানো হয়েছে। বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে কৌস্তভের বক্তব্য শোনা হবে। সেই জন্য আগামী ২৭ জুন কমিটির পরবর্তী বৈঠকে কৌস্তভকে সশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, ২০২২-এও সংবাদমাধ্যমে করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন নির্মলই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement