ফাইল চিত্র।
পঞ্চায়েত ভোটের পরে আগামী ২২ জুন বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা এই অধিবেশনে হট্টগোল করতে পারে। কেন ভোটে প্রাণহানি হয়েছে, তা নিয়ে সরকারের কাছে জবাবও চাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধীদের। সব মিলিয়ে দিন দশেকের সংক্ষিপ্ত এই অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। কিন্তু অধিবেশন যে দিন শুরু হচ্ছে, সে দিনই চিনের পথে রওনা হয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফেরার কথা ৩০ জুন। তাই এই অধিবেশনে মুখ্যমন্ত্রীর না থাকার সম্ভাবনাই বেশি।
পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ নিয়ে বিধানসভার এই অধিবেশনে সরব হতে চায় বিরোধীরা। পাশাপাশিই কংগ্রেস এবং বামেদের পরিকল্পনা আছে, মূল্যবৃদ্ধির প্রশ্নে কেন্দ্র ও রাজ্য— দুই সরকারকেই নিশানা করা। পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য তৃণমূলের মতোই বিরোধীরাও কেন্দ্রকে দায়ী করছে। আবার আনাজের চড়া দামের জন্য রাজ্য সরকারকে কাঠগ়়ড়ায় তুলছে তারা। এই বিষয়গুলির উপরে কিছু মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা চূড়ান্ত হবে বাম ও কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে।