Assembly

করোনার সতর্কতায় নিয়ন্ত্রণ বিধানসভায়

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতা হিসেবে সর্বত্রই বড় জমায়েত বা ভিড় এড়ানোর চেষ্টা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৩:৫৯
Share:

ফাইল চিত্র।

করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিধিনিষেধ জারি হল রাজ্য বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, ‘‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিধায়কদের সাক্ষাৎপ্রার্থী ও সংবাদমাধ্যমের প্রতিনিধি সংখ্যা কমাতে হচ্ছে। তবে এটা সাময়িক।’’

Advertisement

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতা হিসেবে সর্বত্রই বড় জমায়েত বা ভিড় এড়ানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতো রাজ্যের বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণের নির্দেশিকা দেওয়া হয়েছে। তা উল্লেখ করে বাজেট অধিবেশনে এই বিধিনিষেধের কথা জানিয়েছেন স্পিকার। সেই বিধি অনুযায়ী, এবারের অধিবেশন বিধায়কেরা একজনের বেশি সাক্ষাৎপ্রার্থীকে বিধানসভার ভিতরে নিতে পারবেন না। একইভাবে সংবাদপত্রের তরফেও এক সঙ্গে একজনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না। বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংখ্যাও একইভাবে কম রাখা হয়েছে।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বিধানসভায় বাকি সবাই আসবেন, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ক্লাবের অনুষ্ঠান করতে পারবেন। শুধু সাংবাদিক আর সাক্ষাৎপ্রার্থীদের উপরে কোপ! এ এক অদ্ভুত নিয়ম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement