Chaitali Tiwari

কম্বলকাণ্ডে অভিযুক্ত জিতেন তিওয়ারির স্ত্রীর গ্রেফতারিতে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে আপাতত গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার তাঁর গ্রেফতারিতে সাময়িক ভাবে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৪:৩৭
Share:

সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত কম্বলকাণ্ডে অভিযুক্ত ধৃত জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির। —ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টে নিরাশ হলেও সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন কম্বলকাণ্ডে অভিযুক্ত ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালিকে আপাতত গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার তাঁর গ্রেফতারিতে সাময়িক ভাবে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় জিতেন-সহ অন্যদের পাশাপাশি চৈতালিও অভিযুক্ত।

Advertisement

আদালত সূত্রে খবর, আসানসোলে কম্বল বিতরণী কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় গ্রেফতারি এড়াতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুরক্ষাকবচের আবেদন করেন চৈতালি। সেই আবেদনের সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছেন, আগামী ৭ মে পর্যন্ত চৈতালিকে গ্রেফতার করা যাবে না। ৮ মে এই মামলার পরবর্তী শুনানির হওয়ার কথা। ওই দিন জিতেন-সহ এই মামলায় আরও দুই অভিযুক্ত আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং দলের যুবনেতা তেজপ্রতাপ সিংহেরও শুনানি রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, ওই দিনই চৈতালির আবেদনের পরবর্তী শুনানির পাশাপাশি জিতেনদের পক্ষেরও বক্তব্য শোনা হবে। অর্থাৎ একই দিনে জিতেন, গৌরব এবং তেজপ্রতাপের সঙ্গে চৈতালির শুনানি হবে আদালতে।

আইনজীবী মহলের মতে, জিতেন এবং চৈতালির শুনানির তারিখ একই দিনে দেওয়ায় এই দুই মামলাকেই একত্র করে ‘ট্যাগ’ করে দেওয়া হল। এই বিষয়ে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী অভিজিৎ ঘটক বলেন, ‘‘আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, চৈতালি তিওয়ারির গ্রেফতারেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’’

Advertisement

কম্বলকাণ্ডে গ্রেফতারিতে রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের কাছে সোমবার আবেদন করেছিলেন জিতেন, গৌরব এবং তেজপ্রতাপ। তবে শনিবার জিতেনের গ্রেফতারিতে তাঁর রক্ষাকবচের আবেদনে সাড়া দেওয়ার প্রয়োজন ফুরিয়ে যায়। শনিবার সাময়িক ভাবে সুরক্ষাবচ পান বাকি দু’জন। এর পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুরক্ষাকবচের আবেদন করেন চৈতালি। পরবর্তী শুনানি পর্যন্ত অর্থাৎ ৭ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ডিসেম্বরে আসানসোলে একটি কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। ওই ঘটনায় অভিযুক্ত জিতেন্দ্রকে গত শনিবার নয়ডা থেকে গ্রেফতার করে এনেছিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। এর পর আসানসোলের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। জিতেন্দ্রকে রবিবার ৮ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছিল আসানসোল আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement