—ফাইল চিত্র।
বিজ্ঞানের মঞ্চে দাঁড়িয়ে ‘অবৈজ্ঞানিক’ মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইঞ্জিনিয়ারিং ফেয়ারে মঙ্গলবার তিনি বলেন, ‘‘বিংশ শতাব্দীতে নয়, উড়ন্ত যানের কথা বলা হয়েছে রামায়ণে। মহাভারতে সঞ্জয়ের মুখে সে কথা শোনা গিয়েছে।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল। ভারতকে উপেক্ষা করা যাবে না।’’
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপির অনেক নেতাই নানা ‘অবৈজ্ঞানিক’ মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন। রাজ্যপাল ধনখড় সেই তালিকায় নতুন সংযোজন। রাজ্যপালের ওই ‘আবিষ্কার’-এর প্রতিক্রিয়া বিজ্ঞানী বিকাশ সিংহের মন্তব্য, ‘‘সব ব্যাপারে কথা বললে মুশকিল। এ সব অর্থহীন কথা বিজ্ঞানীরা শুনলে রেগে যাবেন। রাজ্যপাল হিসাবে অত্যন্ত অসঙ্গত কথা বলেছেন।’’
আরও পড়ুন: ‘মোদী তো কলকাতার ঐতিহ্যের মুখপাত্র নন!’