BJP

Arun Singh: ফিরতে হবে অর্জুনকে, মন্তব্য তৃণমূল নেতার

তৃণমূলের বারাকপুর- দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘‘অর্জুনের কাছের লোকেরা চলে আসছে তৃণমূলে। ’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ০৮:৫৬
Share:

ফাইল ছবি

সাসংদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই কোঅর্ডিনেটর তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে পতাকা দিয়ে তৃণমূলের বারাকপুর- দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘‘অর্জুনের কাছের লোকেরা চলে আসছে তৃণমূলে। এরপরে অর্জুনকেও বাকিদের মতো ফিরে আসতে হবে। তখন আমরা ভাবব, কী করব।’’

Advertisement

অর্জুনের গড়ে ফের ভাঙন হল বিজেপিতে। ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের দুই কোঅর্ডিনেটর মোহন দাস এবং শম্পা দে ছাড়াও বিজেপির শতাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন পার্থ। যোগদান অনুষ্ঠানে ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়ার পুরপ্রশাসক গোপাল রাউত। সাংসদ অর্জুন অবশ্য বলেন, ‘‘এই সামান্য ঘটনায় বিজেপির কিছু যায় আসে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement