DG Rajeev Kumar

চোপড়া, আড়িয়াদহ থেকে কুলতলি কি গোয়েন্দাদের ব্যর্থতা? ট্রাম্প প্রসঙ্গ টেনে উত্তর দিলেন ডিজি রাজীব

রাজীবের যুক্তি, মানুষ দ্বারা পরিচালিত যে কোনও কাঠামোই ১০০ শতাংশ ঠিক হওয়া সম্ভব নয়। কিন্তু পুলিশ যে অপরাধ নির্মূল করতে বদ্ধপরিকর তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ২১:১৭
Share:

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। —গ্রাফিক সনৎ সিংহ।

একের পর এক ঘটনায় যখন রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে, তখন মার্কিন মুলুকের কথা তুলে যুক্তি দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সোমবারই রাজীবকে ডিজি পদে ফিরিয়ে এনেছে নবান্ন। তার পর মঙ্গলবার এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজীব। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্যে সম্প্রতি যে সকল ঘটনা ঘটছে, তাকে কি তিনি গোয়েন্দাদের ব্যর্থতা বলে মনে করেন? জবাবে রাজীব বলেন, ‘‘ইউএসএতে যা হয়েছে তাকে কি আপনি গোয়েন্দাদের ব্যর্থতা বলবেন? কোনও ঘটনা ঘটলেই পুলিশ পদক্ষেপ করছে। ঘটনা সামলাচ্ছে।’’

Advertisement

রাজীবের যুক্তি, মানুষ দ্বারা পরিচালিত যে কোনও কাঠামোই ১০০ শতাংশ ঠিক হওয়া সম্ভব নয়। কিন্তু পুলিশ যে অপরাধ নির্মূল করতে বদ্ধপরিকর তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাজীবের কথায়, ‘‘আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। সে যে কেউই হোক না কেন। দল-রং না দেখেই পুলিশ ব্যবস্থা নেবে।’’

ভারতীয় সময় শনিবার গভীর রাতে আমেরিকায় একটি জনসভা চলাকালীন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করে গুলি ছোড়ে এক আততায়ী। ট্রাম্পের ডান কান ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। রক্তাক্ত ট্রাম্পের ছবি হু-হু করে ছড়িয়ে পড়তে থাকে সমাজমাধ্যমে। ট্রাম্প মঙ্গলবারই রিপাবলিকানদের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন। অনেকের মতে, ইউএসএ-এর ঘটনা বলতে রাজীব কুমার ট্রাম্পের উপর এই হামলার ঘটনাকেই ইঙ্গিত করতে চেয়েছেন।

Advertisement

রাজীবের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ডিজির কোনও কথার জবাব দেব না। তিনি সারদা মামলায় অন্তর্বর্তী জামিনে রয়েছেন। এই রাজ্য সরকার নির্লজ্জ বলেই নির্বাচন কমিশন তাঁকে সরিয়ে দেওয়ার পরেও আবার ডিজি হিসেবে নিয়োগ করেছে।’’

চোপড়ার তৃণমূল-ঘনিষ্ঠ নেতা তাজিমুল হক ওরফে জেসিবির ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সেই ঘটনার রেশ কাটার আগেই প্রকাশ্যে চলে আসে আড়িয়াহদের তৃণমূল-ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ ওরফে ‘জায়ান্ট’-এর বাহিনীর বিবিধ ভিডিয়ো। জয়ন্ত নিয়ে যখন আলোড়িত বাংলা, তখন সোমবার কুলতলিতে দুষ্কৃতীরা হামলা চালায় পুলিশের উপর। মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনের খোঁজে তল্লাশির পরে পুলিশ সন্ধান পেয়েছে একটি সুড়ঙ্গের। যা তার বাড়ির নীচ দিয়ে গিয়ে মিশে গিয়েছে কয়েক মিটার দূরের একটি খালে। অনুমান, সেই সুড়ঙ্গ দিয়েই পালিয়েছে সাদ্দাম। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাদ্দামের সন্ধান মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।

কুলতলিতে সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গ মেলার ঘটনা নিয়ে ডিজি রাজীব বলেন, ‘‘এটা নিয়ে এখনও বলার মতো পরিস্থিতি আসেনি। পুলিশ তদন্ত করে দেখছে। নিশ্চয়ই ওখানে সুড়ঙ্গের মতো কিছু একটা পাওয়া গিয়েছে। এটাকে খুব বড় করে দেখানো ঠিক হবে না। আবার খুব ছোট করে দেখানোরও কিছু নেই। পুলিশ তদন্ত করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement