পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী
জরুরি পরিষেবা হিসেবে কয়েকটি রুটে সরকারি বাস চালু করেছে পরিবহণ দফতর। জরুরি ভিত্তিতে পরিবহণে যে শ্রমিকেরা কাজ করছেন, তাঁদের জন্য জীবন বিমা, করোনা সংক্রমণ এড়াতে প্রতিরোধক স্বাস্থ্য বিধি কার্যকর করা এবং যাঁরা কাজে যোগ দিতে পারছেন না, তাঁদের ব্যাঙ্ক অ্যাকউন্টে অগ্রিম বেতন বা মজুরি দেওয়ার জন্য পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে আর্জি জানালেন এআইসিসিটিইউ-এর পরিবহণ সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের রাজ্য সভাপতি দিবাকর ভট্টাচার্য। বাম নেতা অভীক সাহা ও প্রসেনজিৎ বসু শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছেন, লকডাউনের মধ্যে বিপন্ন, অভাবগ্রস্ত পরিবারের কাছে জরুরি সামগ্রী ও ত্রাণ পৌঁছতে স্বেচ্ছাসেবীদের সাহায্য নেওয়া হোক।