Provident Fund

PF-Aadhar: পিএফ-আধার সংযোগের সময় বাড়ানোর আর্জি

অবসরের পরে সঞ্চিত পিএফের টাকা তোলা বা ঋণের সুবিধাও পাওয়া যাবে না আধার সংযুক্ত না থাকলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৮
Share:

প্রতীকী ছবি।

কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের সময়সীমা বাড়ানোর আরও আবেদন জমা পড়ল কেন্দ্রীয় সরকারের কাছে। রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে চিঠি দিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পিএফ-আধার সংযোগের কাজ চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন। ইপিএফও কর্তৃপক্ষের আগেকার ঘোষণা অনুযায়ী, পিএফ অ্যাকাউন্ট এবং আধার যুক্ত না হলে ১ সেপ্টেম্বর থেকে কর্মীরা পিএফ-এর বিভিন্ন সুবিধা পাবেন না। এমনকি, অবসরের পরে সঞ্চিত পিএফের টাকা তোলা বা ঋণের সুবিধাও পাওয়া যাবে না আধার সংযুক্ত না থাকলে। আগে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না যে এই মর্মে আবেদন জানিয়েছেন, তা উল্লেখ করেই চিঠিতে প্রদীপবাবুর বক্তব্য, এই সময়সীমা কার্যকর হলে বাংলায় চটকল, ইঞ্জিনিয়ারিং, বিড়ি, চা-সহ নানা ক্ষেত্রে প্রায় তিন লক্ষ শ্রমিক বঞ্চিত হবেন, তাঁদের অ্যাকাউন্টে পিএফ-ও জমা পড়বে না। এই শ্রমিকদের মধ্যে অনেকের আধার কার্ডের তথ্যেও ভুল আছে। প্রদীপবাবুর আর্জি, ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়ে একই সঙ্গে আধার সংশোধনের সুযোগও দেওয়া হোক। একই ভাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে চিঠি দিয়ে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষের আর্জি, আধার-পিএফ যোগের সময়সীমা সম্প্রসারিত হোক আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement