App Cab

অ্যাপ ক্যাব ও অন্য চালকদের জন্য

লকডাউনের মধ্যে কাজ বন্ধ থাকায় ওলা সংস্থা তাদের চালকদের সপ্তাহে ৭৫০ টাকা করে মাসে তিন হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৩:৪৬
Share:

প্রতীকী ছবি

কাজে না বেরোলে উপার্জন বন্ধ ট্যাক্সি, অটো, টোটো, রিকশা এবং অ্যাপ ক্যাব চালকদের মতো স্বনিযুক্ত পরিবহণ শ্রমিকদের। এই অংশের মানুষের জন্য কিছু সহায়তার ব্যবস্থা করতে ফের রাজ্য সরকারের কাছে আবেদন জানাল রোড ট্রান্সপোর্ট ওয়াকার্স ফেডারেশন। লকডাউনের মধ্যে কাজ বন্ধ থাকায় ওলা সংস্থা তাদের চালকদের সপ্তাহে ৭৫০ টাকা করে মাসে তিন হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। উব্‌র সংস্থা আর্থিক পরিমাণ না জানালেও কিছু সহায়তার কথা ভাবছে বলে তাদের চালকের জানিয়েছে। তাঁদের দাবি বিবেচনা করায় ‘কলকাতা ওলা উব্‌র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নে’র সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ ওই দুই সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বাকিদের বিষয়ে ভেবে দেখার আর্জি জানিয়েছেন সরকারের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement