—প্রতীকী ছবি।
শিশুপাচার কাণ্ডে এ বার সিআইডি-র নজরে আরও এক চিকিৎসক। সল্টলেকের বাসিন্দা ওই চিকিৎসককে রাতভর জেরা করল সিআইডি। শিয়ালদহের যে নার্সিংহোমটির বিরুদ্ধে শিশুপাচার চক্রে যুক্ত থাকার অভিযোগ সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেই শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে বহু বছর যুক্ত ছিলেন ওই চিকিৎসক।
সল্টলেকের বাসিন্দা এই চিকিৎসকই নিজের এলাকায় এক জন পরিচিত রাজনৈতিক নেতাও। তিনি প্রথমে ফরওয়ার্ড ব্লকে ছিলেন। পরবর্তী কালে সিপিএমে যোগ দেন এবং তাদের টিকিটে বিধাননগর পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। বর্তমানে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে রয়েছেন। ১৯৯৪ থেকেই তিনি শিয়ালদহের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ২০১২ সাল পর্যন্ত সেখানে কাজ করেছেন তিনি। নার্সিংহোম ছাড়ার পরেও সেখানকার আর এক চিকিৎসক সন্তোষ সামন্তের সঙ্গে এই চিকিৎসকের নিয়মিত যোগাযোগ ছিল বলে সিআইডি সূত্রের খবর। শিশুপাচার চক্রে প্রত্যক্ষ যোগ থাকার অভিযোগে চিকিৎসক সন্তোষ সামন্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তাঁকে জেরা করে সিআইডি যে তথ্য পেয়েছে, তার ভিত্তিতেই সোমবার রাতে সল্টলেকের ওই চিকিৎসক তথা বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: শিশু কিনলে আইনি কাগজ বানিয়ে দিত ওরাই
সোমবার রাতে সল্টলেকের বাড়ি থেকেই ওই চিকিৎসককে নিয়ে যায় সিআইডি। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে অবশ্য গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার সকালেই তিনি বাড়ি ফিরেছেন। তবে প্রয়োজনে তাঁকে আবার জেরা করা হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।