Protest

এএনএম-দের দাবি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০৪:১৮
Share:

প্রতীকী ছবি।

দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়েও দাবিপূরণ হয়নি। রাজ্যের প্রতিটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে আজ, সোমবার দুপুরে পোস্টার নিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল এএনএম নার্সদের জয়েন্ট ফোরাম। সংগঠনের তরফে দাবির কথা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব, সহ-স্বাস্থ্য সচিব (নার্সিং), যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা (নার্সিং)-সহ স্বাস্থ্য প্রশাসনের পদাধিকারীদের কাছে গণ ই-মেলও পাঠানো হয়েছে। জয়েন্ট ফোরামের সম্পাদক মার্থা রানি ঘোষের বক্তব্য, এএনএম নার্সদের অবিলম্বে নার্সিং‌ ক্যাডার হিসেবে মান্যতা দেওয়া, ‘সেফ হোম’-এ ডিউটি দেওয়ার আগে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, যাঁরা ‘সেফ হোম’-এ ডিউটি করবেন, তাঁদের ফিল্ডে পাঠানো যাবে না— এই রকম একগুচ্ছ দাবি আদায়ের জন্যই লড়ছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement