বিনয় তামাং, অনীত থাপা।
দলবদলের খবর গুজব। বিজেপিতে যোগ দেওয়ার খবর ঠিক নয়। ধোঁয়াশা কাটিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জিটিএ চেয়ারম্যান তথা বিনয় তামাং-পন্থী মোর্চার সচিব অনীত থাপা। বুধবার বিনয় এবং অনীত থাপারা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে।
বিজেপির সর্বভারতীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গেও বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছিল। দিনভর এই চাপানউতোরে সরগরম হয়ে যায় রাজ্য রাজনীতি। বুধবার ফেসবুক পোস্ট করে অনীত থাপা জানান, বিজেপি যোগ দেওয়ার খবর ঠিক নয়। এর কোনও ভিত্তি নেই।
বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার (কেন্দ্রীয় কমিটি) সভাপতি কেশবরাজ পোখরেল জানিয়েছেন, বিজেপিতে যাওয়া নিয়ে যে খবর রটেছে তার কোনও ভিত্তি নেই। মোর্চার তরফে বিষয়টি অস্বীকার করা হলেও, পাহাড়ের নেতারা শেষ পর্যন্ত বিজেপিতে যান কি না, সে দিকে লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলের। এ দিকে যখন বিজেপিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে, তখন তৃণমূলের শীর্ষস্থানীয়দের সঙ্গে বিনয় এবং অনীত থাপারা বৈঠক করেছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বিধায়ক পদ ত্যাগ করলেও মুখে কুলুপ শুভেন্দুর, দিল্লি যাত্রা কি বৃহস্পতিবারই
আরও পড়ুন: মমতা বললে ইস্তফা দিতে তৈরি, প্রকাশ্যে জানালেন দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ
বিনয় একটা সময়ে গোর্খা জনমুক্তি মোর্চায় গুরংয়ের ‘ঘনিষ্ঠ এবং আস্থাভাজন’ বলেই পরিচিত ছিলেন। কিন্তু তার পর তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পাহাড়ে অশান্তির পর গুরুং ঢলে পড়েন বিজেপির দিকে। গত লোকসভা ভোটেও তিনি বিজেপিকেই সমর্থন করেছিলেন। রাজনীতিশ্রুতি: গুরুংয়ের ‘দৌলতেই’ বিজেপি দার্জিলিং লোকসভা আসনটিতে জিতেছিল। বিনয়দের কোনও প্রভাব সেখানে কাজ করেনি। তার পর থেকেই গুরুংয়ের সঙ্গে সেতুবন্ধনের চেষ্টা শুরু করেছিল ‘টিম মমতা’। শেষপর্যন্ত নভেম্বরে গুরুং এবং তাঁর আস্থাভাজন রোশন তৃণমূলের প্রতি তাঁদের সমর্থনের কথা প্রকাশ্যে আনেন।
গুরুংয়ের যোগদানের পর বিনয় এবং তাঁর অনুগামীরা যে ‘অখুশি’ হবেন, তা বোঝা যাচ্ছিল। যদিও প্রকাশ্যে তা নিয়ে বিনয়রা কোনও উচ্চবাচ্য করেননি। নবান্নে তাঁদের একটি বৈঠকেও ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। পাহাড়ের রাজনীতি এখন কোন দিকে বাঁক নেয় এখন সেটাই দেখার।