ফাইল চিত্র।
ফাটল ধরেছিল আগেই। এ বার আনুষ্ঠানিক ভাবে সম্পর্কে ছেদ পড়ল! সিপিএমের সদস্যপদ আর নবীকরণ করাননি দলের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। দলীয় সূত্রে খবর তেমনই। তৃণমূল কংগ্রেসের মুখপত্রে গত বছর কলম ধরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন অজন্তা। সিপিএমের সদস্য হয়েও কেন অন্য দলের মুখপত্রে লিখেছেন, সেই কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছিল অধ্যাপকদের নিয়ে গঠিত কলকাতা জেলা সিপিএমের সংশ্লিষ্ট শাখা। ওই শাখারই সদস্য ছিলেন অজন্তা। শো-কজ়ের পরে সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল তাঁকে। দলীয় সূত্রের খবর, তখন থেকেই পুরনো দলের সঙ্গে নিয়মরক্ষার সম্পর্কটুকুও শীতল হয়ে এসেছিল। সিপিএমের সাংগঠনিক নিয়মমাফিক সদস্যপদ নবীকরণের স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে, অজন্তা আর নবীকরণ করাননি। অজন্তা বা সিপিএমের তরফে কেউ অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘বেশ কিছু দিন ধরেই ওঁর সঙ্গে দলের সম্পর্ক প্রায় নেই। এ বার হয়তো আনুষ্ঠানিক ভাবেই সরে যেতে চেয়েছেন।’’