Death

Death: টানা ১৯ দিন উপবাস! ধর্মীয় রীতি মেনে মৃত্যু বৃদ্ধার

কলকাতিদেবী সুরানা (৮৭) নামে ওই বৃদ্ধার মৃত্যুর খবর ছড়াতেই বিকেল থেকে পড়শিরা ভিড় করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ০৭:২৪
Share:

প্রতীকী ছবি।

‘সানথারা’ পালন করে ১৯ দিন উপবাসে দেহত্যাগ করলেন এক জৈন বৃদ্ধা। বুধবার ভোরে হুগলির হিন্দমোটরের ডিজি লেনে বাড়িতেই তিনি মারা যান। কলকাতিদেবী সুরানা (৮৭) নামে ওই বৃদ্ধার মৃত্যুর খবর ছড়াতেই বিকেল থেকে পড়শিরা ভিড় করেন। পুলিশ ময়নাতদন্তের প্রস্তাব দিলে মৃতার আত্মীয়েরা জানান, এ ভাবে মৃত্যুবরণ তাঁদের ধর্মে স্বীকৃত। সেই সংক্রান্ত নথিও দেখান। মৃতার আত্মীয় মোহন বোদরা বলেন, ‘‘জৈন্য ধর্মে এই স্বেচ্ছামৃত্যু আইনসিদ্ধ। ওঁর আত্মা প্রকৃতিতে বিলীন হয়ে গেল। প্রথা মেনে শ্মশানে অন্তেষ্টি হবে।’’ বাড়ির লোকেরা জানান, ‘সানথারা’ পালনে ১৯ দিন টানা বসেই ছিলেন বৃদ্ধা। রীতি মেনে এই সময়ে ধর্মীয় আচার পালন করা হয় পরিবারের তরফে। বসে থাকা অবস্থাতেই বৃদ্ধা মারা যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement