ধৃত অমিত কুমার। নিজস্ব চিত্র।
এক বিবাহিত মহিলার ‘ব্যক্তিগত’ ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার ভয় দেখিয়ে কয়েক দফায় টাকা হাতিয়েছিল এক যুবক। দিনের পর দিন টাকার দাবি বাড়তে থাকে। শেষ পর্যন্ত ব্ল্যাকমেলিং রুখতে পুলিশে অভিযোগ জানান ওই মহিলা।
মঙ্গলবার পুলিশ ধানবাদ থেকে গ্রেফতার করেছে মূল অভিযুক্ত যুবককে। ধৃত অমিত কুমার পেশায় ইঞ্জিনিয়ার। এ দিন তাকে আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, বছর ত্রিশের ওই মহিলা বাগুইআটি থানা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী বিদেশে কর্মরত। এ বছরের গোড়ার দিকে একটি সোশ্যাল সাইটে তাঁর সঙ্গে আলাপ হয় অমিত কুমারের। আলাপ থেকে বন্ধুত্ব।
সেই সময় অমিত সেক্টর ফাইভে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। সেই সূত্রে বেশ কয়েকবার অমিতের ফ্ল্যাটেও যান তিনি। কিন্তু কয়েকমাস পরেই তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মহিলার অভিযোগ, এর পর থেকেই অমিত কুমার মহিলার আত্মীয়দের ফোন করে বিরক্ত করা শুরু করে। সেখানেই শেষ নয়। অমিতের সঙ্গে তাঁর কিছু ব্যক্তিগত ছবি মহিলার স্বামীকে পাঠানোর হুমকি দেয়। কয়েকটি ছবি পাঠিয়েও দেয়। ছবি পাঠাতে নিষেধ করলে টাকার দাবি করে। দু’দফা মহিলা অমিতের অ্যাকাউন্টে টাকাও পাঠান। তাতে টাকার দাবি আরও বাড়তে থাকে।
আরও পড়ুন: ভোরবেলা বারাসতের রাস্তায় মাথা থেঁতলানো ব্যবসায়ীর দেহ
আরও পড়ুন: ফিরল ভাগাড় আতঙ্ক, ফের রাতের অন্ধকারে হোটেল, রেস্তরাঁয় পৌঁছে যাচ্ছে মরা পশুর মাংস
জুলাই মাসে অভিযোগ দায়ের হলেও দীর্ঘদিন ধরে বিধাননগর সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিকরা অমিতকে খুঁজে পাচ্ছিলেন না। কারণ তত দিনে অমিত কলকাতার চাকরি ছেড়ে দিয়েছে। অভিযোগকারিণী অমিতের কোনও ঠিকানাও দিতে পারেননি। শেষ পর্যন্ত রবিবার রাতে ধানবাদের একটি ঠিকানা পাওয়া যায়। সেখানে অমিতকে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল এবং ল্যাপটপ যা দিয়ে সে যোগাযোগ রাখছিল ওই মহিলার সঙ্গে।
(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)