পুরভোটে শোচনীয় বিপর্যয়ের পরেও বিজেপি-তে যোগদানের ধারা শুকিয়ে যায়নি। এ বারে যোগ দিলেন উত্তর ২৪ পরগনার প্রয়াত সিপিএম নেতা অমিতাভ নন্দীর ছেলে অরুণাভ। অমিতাভবাবুর স্ত্রী ইলা নন্দী এখনও বিধাননগর পুরসভায় সিপিএমের কাউন্সিলর। সোমবার বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি রাহুল সিংহের হাত থেকে পতাকা নেন অরুণাভবাবু। রাহুলবাবু বলেন, ‘‘অরুণাভ নন্দীর এই পদক্ষেপের পর সিপিএমের নতুন প্রজন্ম বিজেপিতে আকৃষ্ট হবে।’’
দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলেছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এ বার নতুন সদস্যদের সঙ্গে ‘সম্পর্ক অভিযান’ শুরু করবে দল। উদ্দেশ্য, প্রত্যেক নতুন সদস্য সম্পর্কে খোঁজ নেওয়া এবং যাঁদের ভাবমূর্তি ভাল নয়, তাঁদের বাদ দেওয়া। এ নিয়ে আজ, মঙ্গলবার বাগবাজারের ঐকতান হলে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসবেন সহকারী সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ, সাংসদ সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া প্রমুখ। রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি কোর কমিটি গড়ে দিয়েছেন। আগামী শুক্রবার সেই কমিটি বৈঠকে বসবে। শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিভিন্ন কর্মসূচির ফাঁকে রাহুলবাবুরা মোদীর সঙ্গে দেখা করে আইনশৃঙ্খলা এবং উন্নয়নে রাজ্যের ‘হতাশাজনক’ পরিস্থিতির কথা তাঁকে জানাবেন।