ফাইল ছবি
মেদিনীপুরে প্রধানমন্ত্রীর দলীয় সমাবেশের দুর্ঘটনার পরে দলের রাজ্য নেতৃত্বের কাছে কার্যত জবাবদিহি চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরে সোমবার বিকেলেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেছিলেন শাহ। সভাস্থলে দলের কে, কোথায় দায়িত্বে ছিলেন—তা নির্দিষ্ট করে জানাতে বলা হয়েছে দলের রাজ্য নেতৃত্বকে। শুধু তাই নয়, এই দায়িত্ব নেওয়ার পিছনে দলের সংশ্লিষ্ট নেতা-কর্মীর কোন অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর যখন শাহের এই ফোন আসে রাজ্য সভাপতি তখনও সভাস্থলে। সেখান থেকেই তিনি শাহকে প্রয়োজনীয় তথ্য দেন।সেই সঙ্গে প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপির সভাস্থল তৈরি রাখতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে কে, কীভাবে যোগাযোগ রেখেছিলেন তা-ও জানতে চাওয়া হয়।
মেদিনীপুরে দলের সমাবেশে যে দুর্ঘটনা ঘটেছে তার ‘অর্ন্ততদন্ত’ করছে বিজেপিও। দলের পাশাপাশি দফায় দফায় প্রধানমন্ত্রীর দফতর থেকেও ফোন এসেছে বিজেপি নেতাদের কাছে। ঘটনার পর প্রধানমন্ত্রী হাসপাতালে যাওয়ায় আহতদের খুঁটিনাটির খোঁজ শুরু করে পিএমও। আহতদের উদ্ধার ও চিকিৎসা সম্পর্কে জানতে চেয়ে ফোন এসেছে রাত দেড়টায়। দফতরের এক আধিকারিক ওই রাজ্য নেতার কাছে জানতে চান, আহতদের প্রত্যেকে চিকিৎসা পেয়েছেন কি না। জানতে চাওয়া হয়, সকলে সভাস্থল ছেড়েছেন কি না।
সভায় ছাউনি ভেঙে পড়ার খবর পাওয়ার পরই কেন্দ্রীয় নেতারা রাজ্য দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। প্রাথমিকভাবে সভার প্রস্তুতি, পরিকল্পনা ও ভারপ্রাপ্তদের সম্পর্কে বেশ তথ্য জানিয়ে দেন। তারপরই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রাজ্য দলের সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। সভার কোন অংশে, কোন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটেছে শিবপ্রকাশকে তা বিস্তারিত জানান তিনি।