—নিজস্ব চিত্র।
দেশ জুড়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে। বহু আত্মত্যাগের পর দেশ স্বাধীন হয়েছে। বললেন অমিত। তিনি আরও বলেন, ‘‘স্বাধীনতা আন্দোলনে সূচনা বাংলার মাটি থেকে হয়েছে।’’
দুর্গাপুজো নারীশক্তির পুজো। দুর্গাপুজোকে স্বীকৃতি গোটা ভারতের কাছে গর্বের বিষয়। বললেন অমিত।
অমিত আরও বলেন, ‘‘২০২১ সালে দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি মিলেছে।’’
নিজের ভাষণে অমিত বলেন, ‘‘আমাদের দেশের সংস্কৃতি চিরন্তন। তা কেউ বিনষ্ট করতে পারবে না। গোটা বিশ্ব আমাদের সংস্কৃতির কদর করে।’’
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ভিক্টোরিয়ার মঞ্চে ভাষণ দিচ্ছেন অমিত।
পিয়ানোবাদক-গায়ক সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ জুটির গানের পর মঞ্চে উঠলেন লগ্নজিতা চক্রবর্তী। সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ জুটির গানের সঙ্গে চলছে নৃত্যানুষ্ঠানও।
ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দলের নৃত্য পরিবেশনার পর মঞ্চে সঙ্গীত পরিবেশনা করছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ জুটি।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। অনু্ষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।