Amit Shah

শুভেন্দুকে দিল্লি যেতে ডাক অমিতের, মোদী সাক্ষাতেই ঠিক হবে নির্বাচনী কৌশল

বিজেপি সূত্রে খবর, অমিত চাইছেন খুব তাড়াতাড়ি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু দেখা করুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ২২:৩৯
Share:

মেদিনীপুরের সভায় অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী এবং কৈলাস বিজয়বর্গীয়। ছবি: পিটিআই।

শুভেন্দু অধিকারীকে যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি যেতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নির্দেশের পর শুভেন্দু কবে দিল্লি যাবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে বিজেপি সূত্রে খবর, অমিত চাইছেন খুব তাড়াতাড়ি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু দেখা করুন। সেখানে মোদীর উপস্থিতিতেই নীলবাড়ি দখলের চূড়ান্ত কৌশল ঠিক করা হবে বলেও শুভেন্দুকে জানিয়েছেন অমিত। এমনটাই ওই সূত্রের দাবি। জানা গিয়েছে, বাংলায় কী ভাবে জয় নিশ্চিত করা যায় তা নিয়ে মোদীর সামনে বসে সবিস্তার আলোচনা চান বলেই শুভেন্দুকে খুব তাড়াতাড়ি দিল্লিতে চাইছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে নানা জল্পনা শোনা গেলেও শুভেন্দু কিন্তু দিল্লি যাননি।

Advertisement

মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য দিল্লিতে ডাকা মানে শুভেন্দুকে যে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে বিজেপি তা স্পষ্ট। সেই গুরুত্ব দেওয়ার প্রমাণ অবশ্য আগেই মিলেছে। রাজ্যে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলের নির্বাচনী কৌশল বৈঠকে জায়গা পেয়ে যান শুভেন্দু। তারও আগে শনিবার মেদিনীপুর থেকে কলকাতা ফেরার সময় শুভেন্দুকে নিজের চপারে তুলে নেন অমিত। রাজারহাটের যে হোটেলে অমিত উঠেছেন, সেখানেই রাতে দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত বৈঠক হয়। জানা গিয়েছে, সেই হোটেলেই রাতে থাকছেন শুভেন্দু। তবে রবিবার অমিত বোলপুরের উদ্দেশে রওনা দিলেও তাঁর সঙ্গে যাচ্ছেন না শুভেন্দু।

মোদীর সামনে বসে চূড়ান্ত পরিকল্পনা হবে বলে জানালেও শনিবারও একপ্রস্ত আলোচনা সারেন অমিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে অমিতের নির্দেশে আগেই অমিত মালব্য ছাড়াও ভিন্‌রাজ্যের ৪ নেতা রাজ্যে বিজেপি-র ৫ সাংগঠনিক জোনের দায়িত্ব নিয়ে আসেন। এঁরা সকলেই অতীতে অন্য রাজ্যে বিজেপির সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। তাঁদের রিপোর্ট ইতিমধ্যেই পেয়েছেন অমিত। এর পরেও আরও ৭ জন ভিন্‌রাজ্য থেকে এসেছেন বাংলায়। তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যও। এ ছাড়াও কেন্দ্রীয় স্তরের নেতা সঞ্জীব বালিয়ান, গজেন্দ্র শেখাওয়াত, মনসুখ মাণ্ডব্য, প্রধান সিংহ পটেল এবং নরোত্তম মিশ্র রাজ্যে এসেছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এঁরা সকলেই ছিলেন শনিবার রাতের বৈঠকে। এ ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, ৩ কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য, অরবিন্দ মেনন। এ ছাড়াও ছিলেন সর্বভারতীয় সহ সংগঠন সম্পাদক শিবপ্রকাশ ও রাজ্যের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন: রবিবারের বোলপুরের রোড শো-তেও শুভেন্দুকে পাশে রাখতে চান শাহ​

আরও পড়ুন: শুভেন্দু অধিকার করেই অমিতের হুঙ্কার, ‘তৃণমূলে একা থাকবেন দিদি’​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement