সিবিআই তদন্ত করতে পারবে কি না, পরবর্তী শুনানিতে তা জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
ভারতীয় জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য সামগ্রীর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের বরাদ্দ অর্থের খরচে দুর্নীতির অভিযোগ উঠল। কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় আদালতে।
কেন্দ্রের ভিজিল্যান্স কমিটির সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জাদুঘরের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের দেওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। খুব সামান্য টাকার কাজ হয়েছে। বাকি টাকা ‘নয়ছয়’ করা হয়েছে বলেই অভিযোগ। একই সঙ্গে জাদুঘরের দুষ্প্রাপ্য সামগ্রীর পাচার ও নিয়োগে দুর্নীতির অভিযোগও উঠেছে।
এই মামলার শুনানিতে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কলকাতা জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পাশাপাশি এই মামলার তদন্ত সিবিআই করতে পারবে কি না, পরবর্তী শুনানিতে তা-ও জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।