Kanchan Kanya Express

রক্ষা কাঞ্চনকন্যার, প্রশ্নে ‘গাফিলতি’

স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে নিউ মাল জংশনের দিকে ছুটছিল কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালবাজার শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৮:৪১
Share:

—প্রতীকী ছবি।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরে এখনও মাস পেরোয়নি। সেখানে কর্মীদের একাংশের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এক রেলকর্মীর ‘গাফিলতিতে’ কাঞ্চনকন্যা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়তে বসেছিল বলে অভিযোগ ছড়িয়েছে সমাজমাধ্যমে। চালসার সোনগাছি চা বাগানের রেলগেট লাগোয়া এলাকার ঘটনা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “গেট সময়ে বন্ধ না হওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গাফিলতি প্রমাণ হলে, শাস্তি হবেই।”

Advertisement

স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে নিউ মাল জংশনের দিকে ছুটছিল কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অভিযোগ, ট্রেন কাছাকাছি এলেও বন্ধ হয়নি রেলগেট। তবে হুইসল শুনে লাইনের পাশে দাঁড়িয়ে পড়েন পথচারী, গাড়ির চালকেরা। বেগতিক বুঝে ‘এমার্জেন্সি ব্রেক’ কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। ট্রেন থামতেই নেমে আসেন গার্ড। যান রেলগেট লাগোয়া নিরাপত্তাকর্মীর ঘরে। ট্রেন ঠিকঠাক গেট পেরোলে সবুজ পতাকা দেখিয়ে সঙ্কেত দেওয়ার কথা ছিল তাঁর। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন, ওই রেলকর্মী মোবাইলে মশগুল ছিলেন। তিনি কোনও মন্তব্য করেননি। রেল সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, রেলগেটের কর্মীর ‘অন্যমনস্কতার’ জন্যই ঘটনাটি ঘটেছে। প্রাক্তন বিভাগীয় রেল উপদেষ্টা নাগরিক কমিটির সদস্য মোহিত শিকদার বলেন, “এমন ঘটনা অনভিপ্রেত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement