মমতাবালা ঠাকুর। —ফাইল চিত্র।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল শুক্রবার অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে বেআইনি ভাবে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক ডেটা-এন্ট্রি অপারেটরের অস্থায়ী চাকরিতে নিয়োগ করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপাচার্য নেই। দেবদাসের অভিযোগ, নিয়ম ভেঙে নিয়োগপত্রে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সই করেছেন। নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া বা কোনও পরীক্ষা নেওয়া হয়নি।
মমতা পাল্টা বলেছেন, “আমার মেয়ে বিনা পারিশ্রমিকে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্বার্থে।” ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনন্দী বাগচী বলেন, “উপাচার্য না থাকায় তো সব কাজ আটকে রাখতে পারি না। নিরুপায় হয়ে পড়ুয়াদের কথা ভেবে এই নিয়োগ করেছি।”