চিকিৎসকদের ভোট স্থগিত

জটিলতা বাড়ছিল বেশ কিছু দিন ধরেই। শেষ পর্যন্ত বুধবার চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য শাখার নির্বাচন প্রক্রিয়ার উপরে ২০ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আলিপুর আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০২:৫৭
Share:

জটিলতা বাড়ছিল বেশ কিছু দিন ধরেই। শেষ পর্যন্ত বুধবার চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য শাখার নির্বাচন প্রক্রিয়ার উপরে ২০ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আলিপুর আদালত। তৃণমূলের দুই চিকিৎসক নেতা নির্মল মাজি ও শান্তনু সেনের মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে আইএমএ-র রাজ্য শাখার সভাপতি নির্বাচন প্রক্রিয়া থমকে গিয়েছিল। সভাপতি-পদে তাঁর মনোনয়নপত্র ইচ্ছাকৃত ভাবে বাতিল করা হয়েছে বলে অভিযোগ নির্মলবাবুর। আদালতে তাঁদের অভিযোগ, ভোট প্রক্রিয়ায় বিস্তর গরমিল। আবেদনকারীদের আইনজীবী সৌহিত্য ঘোষ জানান, তাঁদের আবেদন শুনে ভোট প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement