কৃষক ও কৃষি-মজুরদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।
লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিক, কৃষক ও গ্রামীণ মজুরদের সঙ্কট বাড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণ, সরকারি উদ্যোগে ফসল ক্রয় ও বিক্রি এবং ত্রাণের দাবিতে রাজ্যের গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধি মেনে সোমবার প্রতিবাদে শামিল হল সিপিআই (এম-এল) লিবারেশনের কৃষক ও কৃষিমজুরদের সংগঠন সারা ভারত কিষাণ মহাসভা এবং আয়ার্লা। গোটা দেশ জুড়েই এই কর্মসূচির ডাক দিয়েছিল লিবারেশন।