Congress

Congress Chatra Parishad: দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে ছাত্র-যুব

বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ছাত্র পরিষদের বচসা বাধে। ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পরে অবস্থান তুলে নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৬:০৮
Share:

ছাত্র পরিষদের বিক্ষোভ

দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে বরখাস্ত এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে পথে নামল ছাত্র পরিষদও। কলেজ স্ট্রিটে সোমবার ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে বিক্ষোভে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। নকল টাকার বৃষ্টিও করানো হয়। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ছাত্র পরিষদের বচসা বাধে। ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পরে অবস্থান তুলে নেওয়া হয়। বিক্ষোভে ছিলেন কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস, নদিয়ার জেলা ছাত্র পরিষদ সভাপতি অরিন্দম গোস্বামী, সাধারণ সম্পাদক বিমান মণ্ডলেরা। স্কুল শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে, আনিস খানের ‘খুনি’দের শাস্তির দাবিতে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের কার্যকলাপের বিরুদ্ধে এ দিনই এসএফআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের তরফে গণ-জমায়েত ও ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল এবং কলেজ স্ট্রিট অবরোধ করা হয়েছিল। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রির সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে ছাত্র সংগঠন ডিএসও এবং যুব সংগঠন ডিওয়াইও-র ডাকে বিক্ষোভ ছিল কলকাতা পুরসভার সামনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement