CITU

CITU protest: নানা দাবি নিয়ে দিনভর পথে

একই দাবি-দাওয়া নিয়ে এ দিন শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করেছে এআইসিসিটিইউ-এর রন্ধনকর্মী ইউনিয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ০৯:৩৮
Share:

মিড-ডে মিল কর্মীদের অবরোধ।

বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে দিনভর পথে নামল একাধিক সংগঠন। মিড-ডে মিল রন্ধনকর্মীদের ভাতা বাড়ানো ও অন্যান্য দাবি নিয়ে কলকাতা পুরসভার সামনে ধর্না-অবস্থান ছিল সিটু অনুমোদিত সংগঠনের। তাদের সমাবেশে বুধবার গিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দাবিপত্র দিতে চেয়েছিলেন মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সংগঠনের নেতৃত্ব। কিন্তু শিক্ষামন্ত্রী সময় দিতে না চাওয়ায় এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন মিড-ডে মিল কর্মীরা। একই দাবি-দাওয়া নিয়ে এ দিন শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করেছে এআইসিসিটিইউ-এর রন্ধনকর্মী ইউনিয়ন। পরিবহণ দফতরের জমি বিক্রি করে সেই টাকা পরিবহণ শিল্পের পুনরুজ্জীবনে না লাগিয়ে কোথায় খরচ করা হয়েছে, তার সিআইডি তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এআইসিসিটিইউ নেতা দিবাকর ভট্টাচার্য। ওই সংক্রান্ত দাবি নিয়েই এ দিন ধর্মতলায় বিক্ষোভ-অবস্থান করে এআইসিসিটিইউ-এর পরিবহণ কর্মী সংগঠন। সেখানে ছিলেন বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, গৌরাঙ্গ সেনেরা। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের দাবি। তথ্যমিত্র কর্মীদের কজের নিশ্চয়তা সংক্রান্ত দাবিতে এ দিনই শিয়ালদহ থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করে সিটুর সংগঠন। ই-গভর্ন্যান্স কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে গিয়েছিলেন সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়, ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement