SRH IN IPL 2025

আট ম্যাচে ছয় হার, আইপিএলে হেড-অভিষেকরা থাকলেও আর চার-ছক্কার ব‍্যাটিং করবে না হায়দরাবাদ

আগ্রাসী ক্রিকেট খেলে গত বার নজরে এসেছিল তারা। এ বার সেই আগ্রাসনই বিপদে ফেলে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। এ বার তাই আগ্রাসনের রাস্তা থেকে সরে আসতে চাইছে হায়দরাবাদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১১:২২
Share:
cricket

হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: পিটিআই।

আগ্রাসী ক্রিকেট খেলে গত বার নজরে এসেছিল তারা। এ বার সেই আগ্রাসনই বিপদে ফেলে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। গত বারের ফাইনালিস্টরা আট ম্যাচের মধ্যে ছ’টিতেই হেরেছে। প্লে-অফ ক্রমশ দূরে সরছে। এ বার তাই আগ্রাসনের রাস্তা থেকে সরে আসতে চাইছে হায়দরাবাদ। মুম্বইয়ের কাছে হেরে অধিনায়ক প্যাট কামিন্সের বার্তা, দায়িত্বশীল ব্যাটিং করতে হবে দলকে।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকেই চালিয়ে খেলতে গিয়ে এক সময় ৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। সেখান থেকে হাইনরিখ ক্লাসেন এবং অভিনব মনোহর দলকে টেনে তোলেন। তবে জিততে পারেনি হায়দরাবাদ।

ম্যাচের পর কামিন্স বলেন, “অভিনব এবং ক্লাসেনের জন্য আমাদের রানটা ভাল হয়েছে। সার্বিক ভাবে আমরা ভাল খেলতেই পারছি না। দলের পতন আটকানোর জন্য অন্তত এক জনকে দরকার ছিল। আমরা একটানা উইকেট হারিয়েছি।”

Advertisement

কামিন্সের সংযোজন, “আমরা ম্যাচের আগেই আলোচনা করেছিলাম এটা নিয়ে। ইনিংস ধীরে ধীরে তৈরি করতে হবে। শুরুতে বেশি বল খেললেও যদি ক্রিজ়‌ে জমে যাও, তা হলে পরের দিকে সেটা পুষিয়ে দেওয়া সম্ভব। আর আমরা শুরুই করলাম শূন্য রানে দু’উইকেট হারিয়ে।”

কামিন্সের মতে, এই আগ্রাসী কৌশল আর চলছে না। বলেছেন, “প্রথম ম্যাচে আমরা ২৮০-র মতো রান তুলেছিলাম। পরের ম্যাচেই কম রানে আউট হয়ে গেলাম। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। আগ্রাসন এখনও পর্যন্ত আমাদের সে ভাবে কাজে লাগেনি। আপাতত কয়েকটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেখানে উইকেট বুঝে খেলতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement