স্কুল খোলার দাবিতে বিক্ষোভ। অবস্থানে পড়ুয়া, অভিভাবক, শিক্ষিকারাও। —নিজস্ব চিত্র।
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ-অবস্থান হল মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এমএসএস) ডাকে। দাবি পাঠানো হল রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও। কলকাতার কলেজ স্ট্রিট ও বেহালায় অবস্থান কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাঁদের মা ও শিক্ষিকাদের অনেকেও উপস্থিত ছিলেন। ক্লাস বন্ধ থাকায় অনলাইনে পড়াশোনার ফাঁকে ছাত্র-ছাত্রীরা কী ভাবে মোবাইল গেম-সহ বিভিন্ন সাইটে আসক্ত হয়ে পড়ছে, সেই কাহিনি উঠে এসেছে তাঁদের বয়ানে। দক্ষিণ ২৪ পরগনার জামতলা হাটের অবস্থানে সংগঠনের রাজ্য সভানেত্রী সুজাতা বন্দ্যোপাধ্যায় ও কলেজ স্ট্রিটে রাজ্য সম্পাদক কল্পনা দত্ত উপস্থিত ছিলেন।