অবরুদ্ধ: যাত্রা আটকে প্রতিবাদ টেট পরীক্ষার্থীদের। বুধবার, বারাসতে। ছবি: বিশ্বনাথ বণিক
টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ বারাসতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার বারাসত স্টেশনে অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। যার জেরে প্রায় দু’ঘণ্টা শিয়ালদহ–বনগাঁ শাখা ও হাসনাবাদ শাখার সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির স্বীকার হন বহু নিত্যযাত্রী। পরে পুলিশ লাঠি চালালে ওঠে অবরোধ।
বিক্ষোভকারীদের বক্তব্য, ২০১৫ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ হয়ে গিয়েছে। অথচ ২০০৯ সালে পাশ করা প্রার্থীদের এখনও নিয়োগ হয়নি। এ দিকে শূন্য পদ পুরণ করার জন্য নতুন করে টেট পরীক্ষার কথা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ওই সব শূন্য পদে ২০০৯ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করতে হবে।
বিক্ষোভকারীরা এ দিন জানান, ১৩৩১টি শূন্যপদের জন্য ২০০৯-’১০ সালের বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ভরা পরীক্ষার্থীরা ফের ২০১৪ সালে পরীক্ষায় বসেন। প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী পাশ করেন। অভিযোগ, তা সত্ত্বেও ডাক পাননি তাঁরা।
পুলিশ জানায়, এ দিন বিক্ষোভকারীরা বারাসত ১২ নম্বর রেলগেটের কাছে রেললাইনের উপরে বসে অবরোধ-বিক্ষোভে সামিল হন। এর জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আটক যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক এ দিনের ঘটনার কথা শুনে মন্তব্য করেন, ‘‘যাঁরা আগামী দিনে শিক্ষক হবেন, তাঁরাই যদি এ ভাবে বিক্ষোভ দেখান তবে ছাত্রদের কী শিক্ষা দেবেন?’’