রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দফতরের যুব কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
রেলে নিয়োগে ‘স্বচ্ছতা’ ও যোগ্য প্রার্থীদের জন্য চাকরির দাবিতে সর্বভারতীয় স্তরে যে আন্দোলন চলছে, তাকে সমর্থন জানিয়ে এ বার বিক্ষোভ হল কলকাতাতেও। চিৎপুরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা দফতরের সামনে সোমবার বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের এক দল কর্মী-সমর্থক। আন্দোলনকারীদের তরফে অর্ঘ্য গণ, সোমদীপ ঘোষেদের অভিযোগ, এক দিকে রেল-সহ নানা জাতীয় সম্পদ বেসরকারি হাতে তুলে দিতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। অন্য দিকে, আবার রেলের নিয়োগ পরীক্ষায় বহু অস্বচ্ছতার অভিযোগ আসছে।