কয়েকটি পোস্টারে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।— ফাইল চিত্র।
ফের মাওবাদী পোস্টার জঙ্গলমহলে। মেদিনীপুরের গুড়গুড়িপালের পর এবার গোয়ালতোড়ে।
এ দিন সকালে গোয়ালতোড় থানা এলাকার আউলিয়া এবং জুনশোল গ্রামে সিপিআই(মাওবাদী) লেখা কয়েকটি পোস্টার দেখতে পান গ্রামবাসীরা। সিভিক ভলান্টিয়াররা খবর দেন গোয়ালতোড় থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারগুলিতে মাওবাদ জিন্দাবাদ এবং কয়েকটি পোস্টারে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে গুড়গুড়িপালের মুড়াকাটা গ্রামে যে পোস্টার পাওয়া গিয়েছিল সেই পোস্টারেও শুভেন্দু অধিকারী এবং শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।
মাওবাদ জিন্দাবাদ লেখা পোস্টারও পড়েছে। নিজস্ব চিত্র।
লালগড় আন্দোলনের সময় এই গোয়ালতোড় এলাকা মাওবাদী গেরিলা স্কোয়াডের দুর্গ হিসাবে পরিচিত ছিল। এর আগেও গোয়ালতোড়ের বিভিন্ন এলাকায় জনযুদ্ধ সংগঠনের যথেষ্ট প্রভাব ছিল। সেই গোয়ালতোড়ে ফের মাওবাদী পোস্টার পুলিশের চিন্তা বাড়িয়েছে। গত সপ্তাহে এই গোয়ালতোড় এলাকা থেকেই মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের শীর্ষ কর্তারা এই পোস্টার ভুয়ো বলে উড়িয়ে দিতে পারছেন না।
আরও পড়ুন: অসম নাগরিকপঞ্জী: তালিকার বাইরে থাকা ৪০ লক্ষের মধ্যে ফের আবেদন ৩.৫ লক্ষের
এক পুলিশ আধিকারিক বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।তবে এর পিছনে মাওবাদী সংগঠনের থাকার সম্ভবনা আমরা উড়িয়ে দিতে পারছি না।”
আরও পড়ুন: ‘যেই হোন না কেন, কিস্যু করতে পারবেন না...’ চন্দননগরে ভয়াবহ