Transport Department

ক্রমশ ছন্দে ফিরছে বাস পরিষেবা

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুক্রবার, ৩ জুলাই ছিল পর্যাপ্ত বেসরকারি বাস নামানোর শেষ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ০৪:২৯
Share:

আলোচনার পথ খুলতেই মালিকেরা রাস্তায় বাস নামাচ্ছেন।—ছবি পিটিআই।

পুরোপুরি না হলেও ক্রমশ স্বাভাবিকের পথে এগোচ্ছে বেসরকারি বাস পরিষেবা। ফলে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার শহরে বাস-দুর্ভোগ বেশ খানিকটা কম। বাসমালিক সংগঠনগুলির দাবি, ভাড়া বৃদ্ধির বিষয়ে সরকার সঙ্গে আলোচনার পথ খুলতেই মালিকেরা রাস্তায় বাস নামাচ্ছেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুক্রবার, ৩ জুলাই ছিল পর্যাপ্ত বেসরকারি বাস নামানোর শেষ দিন। মানুষের স্বার্থে ৬ হাজার বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নামাতে বলা হয়েছিল। সরকারের নির্দেশ না-মানলে এ দিন থেকে বাস অধিগ্রহণের কথা ঘোষণা করেছিল রাজ্য। কিন্তু এখন তার প্রয়োজন নেই বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের একাংশ। তাঁদের মতে, ১ জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে মালিকেরা বাস নামাতে শুরু করেছেন। আগামী দিনে আরও বাড়বে। এ দিনও প্রায় চার-সাড়ে চার হাজার বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নেমেছে বলে দাবি। সরকারি বাসের সংখ্যাও ছিল পর্যাপ্ত। শহরের উত্তর থেকে দক্ষিণে এবং শহরতলিতে তাই বাসের জন্য বিগত কয়েক দিনের মতো ভুগতে হয়নি যাত্রীদের। রাজ্য প্রশাসনের কর্তাদের একাংশের মতে, ধীরে ধীরে বাস নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে মালিক সংগঠনগুলিও কিছুটা সময় বাড়তি নিয়ে নিচ্ছেন যাতে নিজেদের দাবির আলোচনাটা জারি থাকে।

অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘মালিকেরা একে অন্যকে দেখে উৎসাহিত হয়ে বাস নামাচ্ছেন। তাই বাসের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংগঠনও ভাড়া বৃদ্ধির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।’’ এ দিন তাদের প্রায় ৫০ শতাংশ গাড়ি রাস্তায় নেমেছে বলে জানান ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু। অন্যদিকে এ দিন সদস্যদের সঙ্গে বৈঠকের পরে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন, ‘‘সরকারের সঙ্গে কী আলোচনা হয়েছে তা সদস্যদের জানানোর পরে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন সোমবার থেকে রাস্তায় বাস নামাবেন।’’

Advertisement

আরও পড়ুন: দেড় মাস পরে ‘যাচাই’, বঞ্চিত বহু ক্ষতিগ্রস্ত

তবে বাস নামালেও, তিন মাস সরকারি অনুদান নিতে রাজি নন কোনও মালিক সংগঠনই। সিটি সাবার্বান বাস সার্ভিসের সভাপতি টিটো সাহার দাবি, ‘‘অন্যান্য রাজ্যে বাসের ভাড়া বাড়ছে। এ রাজ্যেও আমরা আশাবাদী।’’

আরও পড়ুন: হাওড়ায় পুলিশের তালিকাতেও জল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement