আনিসুর রহমান। —ফাইল চিত্র।
এর মধ্যেই তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পরে রেশন বণ্টন দুর্নীতি মামলায় দেগঙ্গা ১ ব্লকের তৃণমূল সভাপতি আনিসুর রহমান বিদেশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (আনন্দবাজার ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োয় আনিসুরকে বলতে দেখা যাচ্ছে, ‘‘পার্টির লোক, পার্টির নেতৃত্ব প্রশাসনকে যে ভাবে দিশা দেখাবে, সে ভাবেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। পার্টির নেতৃত্বই শেষ কথা বলবে।’’ ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় আনিসুর এই কথা বলে, দাবি দলীয় সূত্রে। সেই সভায় আনিসুর হুঁশিয়ারির সুরে আরও বলতে শোনা যায়, ‘‘যাদের বলেছিলাম ঠুঁটো জগন্নাথ করে রাখব, তাদের আগামী পাঁচ বছর ঠুঁটো জগন্নাথ করেই রেখে দেব।’’
আনিসুরের এই বক্তব্য সামনে আসতেই সরব হয়েছে বিরোধীদলগুলি। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান বলেন, ‘‘দেগঙ্গা ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে বিরোধী জনপ্রতিনিধিরা ভয়ে কথা বলতে পারেন না। আনিসুরের পোষা মস্তান বাহিনী হুমকি দেয়। ওর নিজের দলের বিরুদ্ধ গোষ্ঠী থেকে প্রশাসনের আধিকারিকরা, সকলেই আনিসুরকে ভায় পায়।’’ তাঁর প্রশ্ন, ‘‘সামান্য এক ব্লক সভাপতির এত প্রভাব হয় কী করে?’’ বিজেপির বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তাপস মিত্র বলেন, ‘‘বহু দিন থেকে আমরা আনিসুরের কথা বলে আসছি। লোক দিয়ে তোলাবাজি করত সে। পুলিশ-প্রশাসন থেকে বিরোধী সবাইকেই দমিয়ে রাখত।’’
দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল বলেন, “কে, কোথায়, কী বলেছে, জানি না। দলকে যা বলার বলেছি। ব্যবস্থা নেওয়ার হলে দলের নেতৃত্ব নেবে।”